ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাইব্যুনাল

বগুড়ার মোমিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
বগুড়ার মোমিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন 

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বগুড়া-৩ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার (৬৫) বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 

বৃহস্পতিবার (০৩ মে) রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন চূড়ান্তের কথা জানান সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।  

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত মোমিন তালুকদারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, অপহরণ, হত্যা-গণহত্যাসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।

 


এর আগে গত বছরের ১৮ মে ট্রাইব্যুনাল এমপি মোমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

এরপর থেকেই পলাতক রয়েছেন বগুড়া-৩ আসন থেকে বিএনপি আমলের দুই বারের এই এমপি।  

২০১৬ সালের জানুয়ারি থেকে তার বিরুদ্ধে মামলাটির তদন্ত করে ট্রাইব্যুনালের তদন্ত দল।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ট্রাইব্যুনাল এর সর্বশেষ