ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় মাদক ‘ব্রাউন সুগার’ নিয়ে ধরা পড়ল কারবারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, ডিসেম্বর ৩, ২০২২
ত্রিপুরায় মাদক ‘ব্রাউন সুগার’ নিয়ে ধরা পড়ল কারবারি 

আগরতলা (ত্রিপুরা): গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানী আগরতলার বটতলা এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম বলরাম রায় (২৩)।

 

তার বাড়ি রাজধানী আগরতলার পার্শ্ববর্তী রাজনগর এলাকায়।  

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সদর মহকুমার পুলিশ কর্মকর্তা অজয় কুমার দাস।  

জব্দকৃত মাদকের পরিমাণ সাড়ে ১৩ গ্রাম এবং এর বাজার মূল্য প্রায় এক লাখ রুপি।

তিনি আরও বলেন, তাকে আদালতে পাঠানো হবে এবং রিমান্ডে এনে জানার চেষ্টা করা হবে তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে।

পাশাপাশি তিনি আরও জানান, ত্রিপুরা সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দফতর ও আগরতলা পৌর নিগমের তরফে মাদক সাধারণ মানুষের মধ্যে সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে শামিল হচ্ছে পুলিশ। তারাও মাদকের ভয়াবহ দিক সম্পর্কে সাধারণ মানুষদের বিশেষ করে যুব সমাজকে সচেতন করবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।