ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আগরতলা

ত্রিপুরাজুড়ে উদযাপিত আন্তর্জাতিক যোগা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জুন ২১, ২০২৩
ত্রিপুরাজুড়ে উদযাপিত আন্তর্জাতিক যোগা দিবস

আগরতলা, (ত্রিপুরা): সারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বুধবার (২১ জুন) ত্রিপুরা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগা দিবস।  

এদিন রাজ্য ভিত্তিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইন্ডোর হলে।

এদিনের এই যোগা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্য সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রাসাদ পাল, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনা রানী সরকার, দেশের প্রথম মহিলা অলিম্পিয়ার্ড জিমনাস্ট দীপা কর্মকার, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধিকাকারিকসহ অন্যান্যরা।

শিবিরের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কল্যাণে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে।  

যোগার নানা উপকারিতা রয়েছে তাই সব মানুষকে নিজের জন্য যোগা করা উচিত।
পাশাপাশি এদিন উপস্থিত অতিথিরা শিবিরে অংশগ্রহণকারীদের হাতে যোগা মেট তোলে দেন।  

এছাড়াও রাজ্যের অন্যান্য জায়গাতে সরকারি-বেসরকারি উদ্যোগে, প্রতিটি স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।