ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ভারী বৃষ্টিতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ভারী বৃষ্টিতে ত্রিপুরায় বন্যা পরিস্থিতি

আগরতলা (ত্রিপুরা): ভারী বৃষ্টির কারণে ভারতের আগরতলার ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কয়েক জায়গায় বন্যা দেখা দিয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।  

আগরতলার চন্দ্রপুর এলাকা সংলগ্ন শ্রীলংকাবস্তির বিস্তীর্ণ এলাকা এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে। প্রায় ২০টি পরিবার স্থানীয় এলাকার অপেক্ষাকৃত উঁচু স্কুলে আশ্রয় নিয়েছে।  

রোববার (২ জুলাই) সকাল থেকে পানি বাড়ছে। স্থানীয় মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, যদি পানি আরও বাড়ে তবে এলাকার প্রায় সব বাড়িঘর তলিয়ে যাবে। তখন বাধ্য হয়ে সবাইকে আশ্রয় শিবিরে উঠতে হবে। মূলত হাওড়া নদীর পানি উপচে এলাকায় প্রবেশ করছে। যদি পাহাড়ে আরও বৃষ্টি হয় তাহলে পুরো এলাকায় ডুবে যাবে।

এদিকে শখের মাছ শিকারিরা বর্ষার পানিতে ডুবে থাকা এলাকায় নেমে পড়েছেন জাল নিয়ে। আনন্দের সঙ্গে মাছ শিকার করছেন। আবার উৎসুক জনতা পানি দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন তলিয়ে যাওয়া এলাকায়। ভারী বৃষ্টির কারণে রাজ্যের আরও বেশ কিছু জায়গাতে হাওড়া নদীসহ অন্যান্য নদীর পানি কুল ছাপিয়ে আশপাশের এলাকা ডুবিয়ে দিয়েছে।  

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী শনিবার (৮ জুলাই) পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন নিচু এলাকায় বসবাসকারী মানুষ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ২ , ২০২৩।
এসসিএন/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।