ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার সিপিআই বিধায়ক শামসুল হক আর নেই 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ত্রিপুরার সিপিআই  বিধায়ক শামসুল হক আর নেই  শামসুল হক

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভার সিপিআই (এম) বিধায়ক শামসুল হক আর নেই। মঙ্গলবার (১৯ জুলাই) দিন গত রাত স্থানীয় সময় ২টার দিকে বিধায়ক রাজধানী আগরতলা জিবি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

প্রাথমিকভাবে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি সিপাহীজলা জেলার অন্তর্গত ২০ নম্বর বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এবারই প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও স্ত্রীকে রেখে গিয়েছেন।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি। দলের তরফে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসসিএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।