ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় সংহতি পদযাত্রা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
আগরতলায় সংহতি পদযাত্রা অনুষ্ঠিত 

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) আগরতলায় অনুষ্ঠিত হয়েছে সংহতি পদযাত্রা।

এদিন রাজধানীর দুর্গাচৌমুহনী সেতু সংলগ্ন এলাকা থেকে শুরু হয় পদযাত্রাটি।

এতে অংশ নেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীসহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

৩১ অক্টোবর ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস এবং ১৯ নভেম্বর হচ্ছে ইন্দিরা গান্ধীর জন্ম দিবস। তাই রাজ্যের বর্তমান পরিস্থিতে এই সময়কালের মধ্যে রাজ্যের সবকয়টি সাংগঠনিক জেলায় সংহতি পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারেই অঙ্গ হিসেবে এদিনের এ কর্মসূচি।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, শাসক দলের ভূমিকা খুবই নিন্দনীয়। রাজ্যে বিভেদ, সন্ত্রাস কায়েম করছে এরা। দেশে হিন্দুত্বের নামে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। এই অবস্থায় ঘৃণার দোকান বন্ধ করতে ও ভালোবাসার দোকান খোলতে কংগ্রেসের এ উদ্যোগ। দেশের ঐক্য সংহতি গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে পরম্পরা তা রক্ষা করতে চায় কংগ্রেস। এদিন কংগ্রেসের এ কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা যায়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।