ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নগদবিহীন জ্বালানি তেলে বিশেষ ছাড় ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
নগদবিহীন জ্বালানি তেলে বিশেষ ছাড় ভারতে

ডেবিট বা ক্রেডিট কার্ডে জ্বালানি তেল কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে ভারতে। সরকারের তরফে ‘ক্যাশলেস’ পদ্ধতিকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

কলকাতা: ডেবিট বা ক্রেডিট কার্ডে জ্বালানি তেল কিনলে বিশেষ ছাড় পাওয়া যাবে ভারতে। সরকারের তরফে ‘ক্যাশলেস’ পদ্ধতিকে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ভারতের যেকোনো পেট্রোল পাম্পে এ সুযোগ পাওয়া যাবে। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও যেকোনো ধরনের ই-ওয়ালেটেও এ সুবিধা পাওয়া যাবে।  

জানা যায়, ক্যাশলেস পদ্ধতিতে প্রতি লিটার পেট্রোল বা ডিজেলে ০.৭৫ শতাংশ ছাড় মিলবে।
 
ছাড়ের এ অর্থ জমা পড়বে ক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে। কেনার তিনদিনের মধ্যে এ অর্থ জমা পড়বে। ভারতে নোট বাটিলের পর থেকে ‘ক্যাশলেস’ লেনদেনের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়েছে। এর অংশ হিসেবেই জ্বালানি তেল কেনায় এ বিশেষ ছাড় দিচ্ছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।