ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় ধ্রুপদি সাংস্কৃতিক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আগরতলায় ধ্রুপদি সাংস্কৃতিক উৎসব ছবি: বাংলানিউজ

তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগরতলায় শুরু হয়েছে দু’দিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক ধ্রুপদি সাংস্কৃতিক উৎসব।

আগরতলা: তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে আগরতলায় শুরু হয়েছে দু’দিনব্যাপী পশ্চিম জেলাভিত্তিক ধ্রুপদি সাংস্কৃতিক উৎসব।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজ্যের বিভিন্ন এলাকার শিল্পীরা ধ্রুপদি সঙ্গীতসহ নৃত্য পরিবেশন করেন। বুধবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত চলবে এই উৎসব। রাজধানীর মুক্তধারা অডিটরিয়ামে এটি চলছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬।
এসসিএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।