শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ট্রেনে করে ১৪ জন প্রতিযোগী ও সরকারি আধিকারিক দিল্লি থেকে আগরতলায় ফেরেন। সফল প্রতিযোগী অ্যাথলেটদের স্বাগত জানাতে আগরতলা রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের তথা ভারতের অন্যতম জিমনাস্ট দীপা কর্মকার, দীপা’র কোচ বিশ্বেশ্বর নন্দী, বিশ্বেশ্বর নন্দী’র স্ত্রী সোমা নন্দী, ত্রিপুরা স্কুল স্পোর্ট বোর্ড’র সচিব অরিন্দম গাঙ্গুলী সহ অন্যান্য আধিকারিকরা।
বিশ্বেশ্বর নন্দী সকল প্রতিযোগীদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। অপর দিকে দীপা বলেন যারা এবার ব্রোঞ্জ পেয়েছে তারা যেন আগামী দিনে সোনা জিততে পারে এই বিষয় মাথায় নিয়ে খেলতে হবে। সবাই মিলে আগরতলা রেলওয়ে স্টেশনে ফটো সেশনও সেরে নেন।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসসিএন/আরআই