সোমবার (২০ ফেব্রুয়ারি) গ্রামবাসী ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা প্রথমে একটি ছোট পুকুরে এটিকে দেখতে পান। এলাকায় ছড়িয়ে পড়ে যে পুকুরে কুমির রয়েছে।
পরে বনকর্মীরা এই এলাকায় ছুটে আসেন ও এলাকাবাসীদের নিশ্চিত করে জানান, এটি কুমির নয়, বড় আকারের গিরগিটি।
তখন বনকর্মীরা এলাকাবাসী ও বিএসএফের সহায়তায় এটিকে ধরে স্থানীয় বন দফতরের অফিসে নিয়ে যান। এটির ওজন প্রায় দশ কেজি হবে বলে গ্রামবাসী জানান।
গিরগিটিটিকে রাজ্যের সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসসিএন/আইএ