ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার রাগনা এলাকা থেকে আটক বড় গিরগিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
ত্রিপুরার রাগনা এলাকা থেকে আটক বড় গিরগিটি আটক বড় গিরগিটি (ছবি বাংলানিউজ)

আগরতলা: ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাগনা গ্রাম থেকে একটি গিরগিটি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) গ্রামবাসী ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা প্রথমে একটি ছোট পুকুরে এটিকে দেখতে পান। এলাকায় ছড়িয়ে পড়ে যে পুকুরে কুমির রয়েছে।

এই খবর শুনে পুকুর পাড়ে প্রচুর লোকের ভিড় জমে। খবর যায়, স্থানীয় বন দফতরের অফিসে।

পরে বনকর্মীরা এই এলাকায় ছুটে আসেন ও এলাকাবাসীদের নিশ্চিত করে জানান, এটি কুমির নয়, বড় আকারের গিরগিটি।

তখন বনকর্মীরা এলাকাবাসী ও বিএসএফের সহায়তায় এটিকে ধরে স্থানীয় বন দফতরের অফিসে নিয়ে যান। এটির ওজন প্রায় দশ কেজি হবে বলে গ্রামবাসী জানান।

গিরগিটিটিকে রাজ্যের সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
এসসিএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।