ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

উত্তরপ্রদেশে বিজেপি’র সম্ভাব্য জয়ে খুশির হাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
উত্তরপ্রদেশে বিজেপি’র সম্ভাব্য জয়ে খুশির হাওয়া বাজি, পটকা ফুটিয়ে আনন্দে মেতে উঠেন নেতাকর্মী ও সমর্থকরা। ছবি: বাংলানিউজ

আগরতলা: ভারতের উত্তর প্রদেশ, উত্তরখণ্ড, গোয়া ও মনিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সম্ভব্য জয়ের খবর আসাতে শুরু হওয়ায় খুশির হাওয়া বইছে দলটি ভক্ত-সমর্থক প্রার্থীদের মধ্যে।

শনিবার (১১ মার্চ) বিকেল বিভিন্ন সংবাদমাধ্যমে জয়ের খবর আসতে শুরু করলে চারদিকে আনন্দের রব ছড়িয়ে পড়ে।

এ সময় তারা বাজি, পটকা ফুটিয়ে, গেরুয়া আবির নিয়ে নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেন।

সেই সঙ্গে তারা জয়ধ্বনি দেন- ‘মোদীর নেতৃত্বে দেশে বিকাশের রাজনীতি চলছে, তাই সারাদেশের মানুষ বিজেপিকে জয়ী করছে। ’

ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার বিজেপি দলের কার্যালয়গুলোতে সম্ভব্য জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে। আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যেও বিজেপি সরকার গঠন করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসসিএন/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।