ত্রিপুরায় ক্ষতিগ্রস্তদের আমানত ফেরিয়ে দেওয়ার দাবি-ছবি: বাংলানিউজ
আগরতলা: ত্রিপুরা রাজ্যের প্রায় ১৪ লাখের বেশি মানুষ বিভিন্ন সংস্থায় নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চিত রেখে প্রতারিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের আমানত ফিরিয়ে দেওয়া, প্রতারণার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা নেওয়াসহ দায় স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিজেপি’র আন্দোলন অব্যাহত রয়েছে।
এসব দাবিতে বুধবার (১৯ এপ্রিল) আগরতলায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।
এদিন প্রথমে দলের কর্মী-সমর্থকরা রাজধানীর কৃষ্ণনগর এলাকায় দলের কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে সদর মহকুমা শাসকের অফিসের সামনে আসে।
সেখান থেকে একটি প্রতিনিধি দল মহকুমা শাসক সুমিত রায় চৌধুরীর হাতে তাদের দাবির সনদ তুলে দেন।
এদিনের কর্মসূচীতে সদর মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার থেকেও দলের কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসসিএন/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।