তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে বুধবার (১৯ এপ্রিল) তৃণমূল ছাত্র পরিষদের এক প্রতিনিধি দল ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) এ কে শুক্লার সঙ্গে সাক্ষাৎ করে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডিজি’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনে বলা হয়, আনোয়ারার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। তদন্তে কোনো প্রকারের রাজনৈতিক চাপ চলবে না। তদন্ত নিরপেক্ষভাবে হতে হবে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পুলিশ দ্বারা হুমকি বন্ধ করতে হবে।
পরে তৃণমূল ছাত্র পরিষদ সাংবাদিকদের জানান, ডিজি তাদের আস্বস্ত করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা ভিকি প্রাসাদ।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসসিএন/জিপি