ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় গ্রেনেড বিস্ফোরণে বিএসএফ জওয়ান আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ত্রিপুরায় গ্রেনেড বিস্ফোরণে বিএসএফ জওয়ান আহত জওয়ান শিব কুমার। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার কালাটিলা এলাকার বর্ডার আউটপোস্টের (বিওপি) সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান শিব কুমার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) উন্নত চিকিৎসার জন্য প্রথমে আগরতলা মেডিকেল কলেজ এবং পরে জি বিপি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগরতলায় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে, রোববার (২৩ এপ্রিল) শিব কুমারের ট্রেনিং চলছিল। জওয়ানরা গোলাবারুদ নিয়ে কসরত করছিলেন। এসময় হঠাৎ একটি গ্রেনেড শিব কুমারের হাতে বিস্ফোরিত হয়। এতে তার বাঁ হাতে মারাত্মক জখম হয়। জওয়ানরা তাকে দ্রুত উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।