ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নারী সমিতির বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মে ৪, ২০১৭
আগরতলায় নারী সমিতির বিক্ষোভ-মিছিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির বিক্ষোভ-মিছিল

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্বচ্ছ ভাবমূর্তিতে কুৎসা রটানোর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটি।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে কমিটির পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

মিছিলটি রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শকুন্তলা মোড়ে এসে শেষ এক পথসভার মিলিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, সিপিআই (এম) সংসদ সদস্য ঝর্ণ দাসবৈদ্য প্রমুখ।

সভায় নারী নেত্রীরা বলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকারের নামে কুৎসা রটিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হবে না। এটা নিচুমানের রাজৈতিক মানসিকতা। মানুষ এই কুৎসার জবাব দেবেন ভোটের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসসিএন/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।