ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিএসএফ’র অভিযানে মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
বিএসএফ’র অভিযানে মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ বিএসএফ’র অভিযানে মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও পণ্যসামগ্রী জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ অক্টোবর) সকালে বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের কার্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ’র কলমচৌড়া বিওপি’র ৭৪ ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকালে মাদকদ্রব্য ও পণ্যসামগ্রীগুলো জব্দ করে।

জব্দ করা মাদক ও পণ্যসামগ্রীগুলোর মধ্যে রয়েছে- ১০০ কেজি শুকনো গাঁজা, ৯০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল, বিভিন্ন ব্র্যান্ডের মদ, গরু, ওষুধ, মাছসহ প্লাষ্টিকের বিভিন্ন সামগ্রী। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার রুপি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।