টানা বৃষ্টিতে খোয়াই জেলার কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলী দ্বারিকাপুর, কুঞ্জবন, কমলনগরসহ বেশ কিছু এলাকার বসতঘরসহ রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। শনিবার (২১ অক্টোবর) বিকেল থেকে খোয়াই জেলায় বন্যার পানি বাড়তে শুরু করে।
বন্যা কবলিত মানুষদের উদ্ধারে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলে কর্মীরা রাত থেকেই নেমে পড়েছেন।
এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক মানুষ অঙ্গনওয়ারী কেন্দ্রে ঠাঁই নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবার দেওয়া হচ্ছে।
খোয়াই নদীর ভাঙনে খোয়াই তেলিয়ামুড়া মূল সড়কের বেশিরভাগ চলে গেছে নদীগর্ভে। এই দিকে যানবাহন চলাচল রাত থেকে একেবারেই বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে অনেকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
এ নিয়ে তিনবার বন্যায় সাধারণ মানুষরা সর্বশান্ত। খোয়াই জেলার বিস্তৃর্ণ এলাকা এখন পানির তলায়।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৭
এসসিএন/আরআর