ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা রেলস্টেশন থেকে ৪ অবৈধ নাইজেরিয়ান আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
আগরতলা রেলস্টেশন থেকে ৪ অবৈধ নাইজেরিয়ান আটক

আগরতলা (ত্রিপুরা): অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে ৪ নাইজেরিয়ানকে আগরতলা রেলস্টেশন থেকে আটক করেছে জি আর পি বাহিনী।

শনিবার (০২ নভেম্বর) দুপুরে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

জি আর পি বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুধাংশু মারাক বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো তারা এদিনও আগরতলা রেলস্টেশনে ট্রেনে রুটিন তল্লাশি চালান।

সেসময় ট্রেনের পেছনের দিকের একটি কামরার মধ্যে ৪ বিদেশি নাগরিক দেখতে পান। পরে তাদের কাছে পাসপোর্ট-ভিসা দেখাতে চাওয়া হয়। তারা পাসপোর্ট দেখাতে পারলেও ভিসা দেখাতে পারেননি। তাদের একজনের আবার পাসপোর্টও নেই। তাই তাদের ট্রেন থেকে নামিয়ে আগরতলা রেলওয়ে স্টেশনের জি আর পি থানায় নিয়ে আসা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগেও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে বিদেশি নাগরিক আটকের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসসিএন/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।