ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বৃষ্টিকে উপেক্ষা করে আগরতলায় ঈদের নামাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ৩, ২০২২
বৃষ্টিকে উপেক্ষা করে আগরতলায় ঈদের নামাজ

আগরতলা, (ত্রিপুরা): বিভিন্ন প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার (৩ মে) ত্রিপুরায় উদযাপিত হচ্ছে খুশির ঈদ।

এই উপলক্ষে এদিন সকালে রাজ্যের প্রতিটি মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত।

এদিন রাজ্যের সবচেয় বড় জামাত অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলার গেদু মিঞা মসজিদের ঈদগাহ ময়দানে।  

এখানে কয়েকশো মানুষ একসঙ্গে ঈদের বিশেষ নামাজ আদায় করেন। ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল রহমান।

নামাজ শুরু হওয়ার আগ মুহূর্তেে শুরু হয় বৃষ্টি। তখন মুসল্লিরা বৃষ্টি থেকে রক্ষা পেতে ময়দান ছেড়ে যাচ্ছিলেন তখন ইমাম উপস্থিত সবার উদ্দেশ্যে বলেছিলেন, এটা হচ্ছে রহমতের বৃষ্টি, কেউ যেন নিজ আসন ছেড়ে না যান। রহমত থেকে পালাচ্ছেন কোথায়? গত ক’দিন ধরে রাজ্যজুড়ে প্রবল তাপ প্রবাহ বইছে আর এই পবিত্র ঈদের নামাজের আগে আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করছেন।  

বিশ্বশান্তি এবং সবার কল্যাণ, ভারতবর্ষের ত্রিপুরাবাসী এমনকি গোটা বিশ্ববাসীর শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির উদ্দেশ্যে এই বিশেষ নামাজ আদায় করা হয়েছে বলেও জানান ইমাম।

একইভাবে আগরতলার শান্তি পাড়া এলাকার টাউন জামে মসজিদ, রামনগর জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মে ০৩, ২০২২
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।