রিয়াদ: পবিত্র হজে খুতবা পাঠ শুরু হয়েছে আরাফাত ময়দানে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে মসজিদে নিমরাহ থেকে সৌদি গ্রান্ড মুফতি হজের খুতবা শুরু করেন।
গ্রান্ড মুফতি খুতবায় বলেন, এ দ্বীন ইসলাম আমাদের কাছে আল্লাহর আমানত। সুতরাং যথাযথভাবে এর রক্ষণাবেক্ষণ এবং চর্চা ও পালন আমাদের দায়িত্ব। বিশুদ্ধ ঈমান এবং আমল এই দায়িত্ব আদায়ের প্রথম শর্ত।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সবার রাসূল। তার প্রতি একনিষ্ঠ ভালোবাসা ও গভীর বিশ্বাস ঈমানের জন্য শর্ত। মুসলমান হিসেবে প্রতিটি কাজে আমাদেরকে নীতিবান, ন্যায় পরায়ণ এবং সৎচরিত্রের অধিকারী হতে হবে।
প্রতিটি ইবাদত আমাদের ওপর আমানত। নবীর দেখানো পথে সেগুলো আদায় করা আমাদের কর্তব্য। ধৈর্য, ক্ষমা, ভ্রাতৃত্ব এবং সমুদয় অসৎ স্বভাব থেকে বেঁচে থাকা ইসলামের অনুসারী হিসেবে আমাদের ওপর আমানত। অপর মুসলমান ভাইয়ের সম্মান, সম্পদ এবং তার প্রাণ আমাদের ওপর হারাম। সুতরাং পারস্পরিক সংঘাতে একে অন্যের ওপর আক্রমণাত্মক হওয়া আমাদের জন্য কখনো বৈধ নয়। নবী সা. আমাদেরকে এ থেকে সতর্ক করেছেন। তিনি তো এটাও বলেছেন, যে ধোকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
বিস্তারিত আসছে
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪
** লাব্বায়েক ধ্বনিতে প্রকম্পিত আরাফাত ময়দান