ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

চার বছর পর মুজদালিফা থেকে হাজীর লাশ উদ্ধার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
চার বছর পর মুজদালিফা থেকে হাজীর লাশ উদ্ধার প্রতীকী

মক্কা: মক্কার মুজদালিফার একটি মসজিদের পিছন থেকে ৪ বছর আগে মৃত্যুবরণকারী এক হাজীর পচে যাওয়া লাশ উদ্ধার করেছে মক্কা পুলিশ।

লাশের গায়ে ইহরামের সাদা কাপড় এবং হাতে ব্রেসলেট পাওয়া গেছে যাতে হজ গাইডের নাম ও রেজিস্ট্রেশন নম্বর উৎকীর্ণ্ করা আছে।

আর এর মাধ্যমে জানা যায় মৃত ব্যক্তি গত ৪ বছর আগে হজ পালন করতে এসেছিলেন।

পুলিশ লাশের বিস্তারিত  পরিচয় প্রকাশ করেনি।

হজ পরবর্তী ফরেনসিক টিমের তদন্ত দলের এক সদস্য মসজিদের পিছনে লাশটি দেখতে পেয়ে টহলরত পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে হিম ঘরে প্রেরণ করে। হাজীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মক্কার আজিজিয়া পুলিশের কমাণ্ডার কর্ণেল ফারিহ আল হাজমি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর হজের সময় অপরাধ প্রবণতা অনেক কমে এসেছে। হাজীদের মধ্যে কোরবানীর মাংস বিতরণের ভুয়া কুপন বিক্রিরত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও বেশ কিছু ভুয়া হজ এজেন্সিকেও আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বেশ কিছু লোককে আটক করেছি যারা ইহরাম পরে হাজীদের মালামাল চুরি করত। মক্কার হাজীদের সুষ্ঠ নিরাপত্তা দান ও পবিত্র ভূমির পবিত্রতা রক্ষায় নিরাপত্তা বিভাগের সদস্যদের তিনি ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ