ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদ ইংলিশ স্কুলের অধ্যক্ষ বরখাস্ত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪
রিয়াদ ইংলিশ স্কুলের অধ্যক্ষ বরখাস্ত

রিয়াদ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদের (ইংলিশ শাখা) অধ্যক্ষ করিম রেজাকে বরখাস্ত করেছে স্কুল পরিচালনা পরিষদ।

বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে নাম প্রকাশ না করা শর্তে বাংলানিউজকে জানিয়েছেন পরিচালনা পরিষদের একজন প্রভাবশালী সদস্য।



করিম রেজার বরখাস্তের বিষয়টি সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষা বিভাগ থেকেও অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রোববার অধ্যক্ষের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে স্কুলের সব ছাত্র/ছাত্রীদের অভিবাবককে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত স্কুলশিক্ষক আরিফ আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে জানানো হয়।

এনিয়ে একবছরের মধ্যে দু’জন প্রিন্সিপ্যালের নিয়োগ বাতিল করলো পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ সময়: ০৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ