ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

মক্কায় হজ মিশন কর্মকর্তাদের সংবর্ধনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৬, নভেম্বর ১২, ২০১৪
মক্কায় হজ মিশন কর্মকর্তাদের সংবর্ধনা

রিয়াদ: সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন করায় সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে মক্কার প্রবাসী বাংলাদেশ কমিউনিটি।
জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব (পশ্চিমাঞ্চল) ও চ্যানেল আই এর মক্কা প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের পরিচলনায় সোমবার (১০ নভেম্বর) মক্কার একটি হোটেলে তাদের সংবর্ধনা দেওয়া হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (হজ) মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবু মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হজ প্রশাসনিক দলের প্রধান হাসান জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শহিদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ইনামুল হক, ঢাকার হজ অফিসার মিজানুর রহমান, মক্কার হজ অফিসার জহিরুল হক, কমিউনিটি নেতা ফারুক আহমেদ, মক্কায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, হজ মিশনের সিনিয়র কর্মকর্তা আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদে হাজীরা দেশে ফিরে যাওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। আগামীতেও এ ধরনের ব্যবস্থাপনা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ