রিয়াদ: বিজয় বিদস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।
শনিবার (২০ডিসেম্বর) রাতে রিয়াদের বাথা বাংলাদেশ কফি হাউজে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রসাফের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, অর্থ সম্পাদক আলহাজ আবু ছাঈদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপুর্ব, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, মহিউদ্দিন চৌধুরী, আবুল কালাম আযাদ লিটন, শাহজালাল ভুট্টু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলো তাদের সেই প্রত্যাশা আজো পূরণ হয়নি। এখনো স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। অনেক মুক্তিযোদ্ধা এখনো অর্থের অভাবে খেতে পারছেন না, সন্তানের বিয়ে দিতে পারছেন না। এটা জাতির জন্য দুঃখজনক।
বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত, ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গঠন এবং প্রবাসে দেশের ভাবর্মূতি উজ্জ্বল করতে একযোগে কাজ করার আহবান জানানো বক্তারা।
অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা করা হয়।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪