রিয়াদ: মক্কা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মহান বিজয় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালের নভেম্বর মাসের পর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কেউ ট্রাভেল করতে পারবে না। এই সময়ের মধ্যে সবাইকে এমআরপি নিতে হবে।
শহীদুল করিম বলেন, খুব শিগগিরই আবারো ব্যাপকভাবে জনশক্তি আমদানি শুরু করবে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব।
বঙ্গবন্ধু পরিষদ মক্কা শাখার সভাপতি এহসান হাবীবের সভাপতিত্বে ও বেলাল হোসাইন পাটুয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কনসাল আজিজুর রহমান, মোজাম্মেল হক, হাবিব সওদাগর, আবুল কালাম আজাদ, সোনা মিয়াঁ, শারজাতুল আলম দিপু, সেলিম মাস্টার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪