ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী সাংবাদিক ফোরামের মধ্যাহ্নভোজ

সৌদি আরব আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জানুয়ারি ১৭, ২০১৫
বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী সাংবাদিক ফোরামের মধ্যাহ্নভোজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলামের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) নেতারা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রিয়াদের বাংলাদেশ হাউজে (রাষ্ট্রদূতের সরকারি বাসভবন) এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।



প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশিরের নেতৃত্বে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম হৃদয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হালিম নিহন, আরব নিউজের ফটো সাংবাদিক ইকবাল হোসাইন, মহিউদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ লিটন প্রমুখ এ মধ্যাহ্নভোজে অংশ নেন।

মধ্যাহ্নভোজে সৌদি আরব অবস্থানরত বাংলাদে‍শিদের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় নতুন রাষ্ট্রদূত গোলাম মশীহকে সহযোগিতা করার জন্য সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান বিদায়ী রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১০ সালের ২৬ ডিসেম্বর মহ. শহীদুল ইসলাম সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মশীহ। শহীদুল ইসলামকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তার সৌদি আরব ত্যাগ করার কথা।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ