ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

তিন টার্গেট নিয়ে কাজ করবেন গোলাম মসিহ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, মার্চ ১০, ২০১৫
তিন টার্গেট নিয়ে কাজ করবেন গোলাম মসিহ

রিয়াদ: সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগ এবং সৌদি আরবে বাংলাদেশের ইমেজ সংকট কাটানো এই তিনটি দিক নিয়ে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসিহ।

সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সৌদি আরব শাখার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সব কথা বলেন।



সাক্ষাৎ শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন। অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে সৌদি আরব প্রবাসী সব বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন গোলাম মসিহ।

বিদেশে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পায় এমন যে কোনো কাজে জোরালো ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি, জানান সালাম।

সংগঠনের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমানের নেতৃত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, প্রধান উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খান, কৃষিবিদ শামীম আবেদীন, ডাক্তার শাহ আলম, ডাক্তার সমীর দত্ত, আব্দুল মালেকসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ গোলাম মসিহ’র সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করতে যান।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ