ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ সৌদি আরবে

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ সৌদি আরবে

রিয়াদ: ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

শনিবার (২১ মার্চ) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে মাঠে থাকা দুই আম্পায়ার ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দারের বিতর্কিত সিদ্ধান্তেই মূলত ম্যাচে হেরে যায় বংলাদেশ ক্রিকেট দল। এমনকি তৃতীয় আম্পায়ার স্টিভ ডেভিসও খলনায়কের ভূমিকা পালন করেছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দালালে পরিণত হওয়া আইসিসির নির্দেশেই আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে দৃষ্টিকটু ও লজ্জাজনকভাবে সিদ্ধান্ত দিয়েছেন বলেও মন্তব্য করেন বক্তারা।

আম্পায়ারদের এমন ভুল সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও আম্পায়ারদের শাস্তির দাবি জানান বক্তারা।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সৌদি আরব অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি ইকবাল হোসাইন।

ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন মনির, সহ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক আসিফ মাহমুদ আপেল, সহ অর্থ সম্পাদক সোহেল আলম, সমাজ কল্যাণ সম্পাদক শাহাদাত হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, কম্পিউটার এইডেড ডিজাইনার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নুর হোসাইন,আইটি বিশেষজ্ঞ রুপু দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ