রিয়াদ: বাংলাদেশের মতো সৌদি আরবেও যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকালে রিয়াদের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসিহ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কাউন্সিলর (পলিটিক্যাল) মোশাররফ হোসেন, প্রথম সচিব (শ্রম) নুর মোহাম্মদ মাসুম, প্রথম সচিব (লোকাল) মিজানুর রহমান এবং প্রথম সচিব (লোকাল) ফারজানা মান্নান।
অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের আইন সহায়তাকারী আবু তাহের মোহাম্মদ মহিউদ্দীন।
এদিকে জেদ্দা বাংলাদেশ কন্স্যুলেটেও একই রকম অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কনসাল জেনারেল একেএম শহীদুল করিম কন্স্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫