ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সৌদি আরব

স্বাধীনতা দিবসে সৌদি বিএনপির আলোচনা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, মার্চ ২৭, ২০১৫
স্বাধীনতা দিবসে সৌদি বিএনপির আলোচনা

রিয়াদ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে  বিএনপি সৌদি আরব প‍ূর্বাঞ্চল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত বাথার এলাকার একটি হোটেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



সৌদি আরব প‍ূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান।

বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকেরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রবাসী লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ সেলিম, হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জসিম, আলমগীর হোসেন, হেদায়েত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদসহ নিখোঁজ অন্যান্য নেতাদের অবিলম্বে সন্ধান দাবি করেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পূর্বাঞ্চল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন উপস্থিত ছিলেন।

আলোচান‍া শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়:  ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ