ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে ফেনী প্রবাসী ফোরামের বর্ষপূর্তি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
রিয়াদে ফেনী প্রবাসী ফোরামের বর্ষপূর্তি

রিয়াদ: সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের প্রথম বর্ষপূর্তি এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে।

সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়।



সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সাংবাদিক নুরুল আনোয়ার।

হাফেজ নুরের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার হেলাল উদ্দিন, প্রকৌশলী আফসারুল আলম, কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী মহসিন, বৃহত্তর বরিশাল সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা প্রবাসী সমিতির সভাপতি মোহাম্মদ আলী নুর, সৌদি ন্যাশনাল গার্ড এর কনসালট্যান্ট প্রকৌশলী মাহবুবুল হক মজুমদার, সৌদি জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটির কনসালট্যান্ট ড. মীর এমএ হাসান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (ইংরেজি মাধ্যম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সাইফুল্লাহ সাদী, ভাইস চেয়ারম্যান ড. রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান ডাক্তার শাহ আলম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা মাধ্যম) পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামীম আবেদীন, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, সাহিত্যিক শাহজাহান চঞ্চল, সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জনের সাধারণ সম্পাদক মুসা বাবু, কমিনিটি নেতা এমআর মাহবুব, মুজিবুর রহমান, অধ্যাপক আকম রফিকুল ইসলাম, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডাক্তার আব্দুস সালাম, মিজানুর রহমান কমল প্রমুখ।

এছাড়া সৌদি আরবস্থ প্রবাসী ফেনী ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুল জলিল, আনোয়ারুল আজিম, পৃষ্টপোষক কামাল পাটোয়ারী, ফোরামের সহ-সভাপতি আব্দুল আওয়াল, সহিদুল ইসলাম, নাসিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমীর হোসেন মহাজন, সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অর্থ সম্পাদক জহির উদ্দিন মনির প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে আগত অতিথিদের নিয়ে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি সাময়িকীর মোড়োক উম্মোচন করেন ফোরামের নেতারা।

এর আগে বিকাল থেকে রাত পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে রশি টান, অন্ধের হাঁড়ি ভাঙ্গা, টার্গেট বল, অক্ষর মেলানোসহ নানা দেশীয় খেলা।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খেলাধ‍ূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ