ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় বাংলাদেশি স্কুল শিক্ষিকার মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ৯, ২০১৫
জেদ্দায় বাংলাদেশি স্কুল শিক্ষিকার মৃত্যু মাহ্জাবিন

রিয়াদ: জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা মাধ্যম) শিক্ষিকা মাহ্জাবিন (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার পারিবারিক সূত্র জানায়, সিনিয়র শিক্ষিকা ছারওয়াত মাহ্জাবিন শুক্রবার (০৮ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।



মাহজাবিন বিগত ১৮ বছর ধরে একই স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার স্বামী ডাক্তার আজমল খান আজাদ সবার কাছে দোয়া চেয়েছেন। শিক্ষিকা মাহ্জাবিনের এই অকাল মৃত্যুতে জেদ্দা বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ