ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

‘আইরিশ’র এমআরপি গ্রহণ করছে না সৌদি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
‘আইরিশ’র এমআরপি গ্রহণ করছে না সৌদি

রিয়াদ: বাংলাদেশ সরকারের নিয়োজিত আউটসোর্সিং কোম্পানি আইরিশ (আইআরআইএস) করপোরেশন বারহাটের করা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তথা ডিজিটাল পাসপোর্ট গ্রহণ করছে না সৌদি আরব কতৃপক্ষ।

এ নিয়ে ফের নতুন করে বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থানরত  প্রবাসী বাংলাদেশিরা।



ভোক্তভোগী প্রবাসীরা অভিযোগ করেন, আইরিশ-এর দেওয়া পাসপোর্ট নকল মালুমাত (পুরাতন পাসপোর্টের তথ্য স্থানান্তর) করার সময় সৌদি পাসপোর্ট বিভাগ (জাওয়াজাত) তা গ্রহণ করছে না।

কারণ হিসাবে সৌদি কতৃপক্ষ বলছে, নতুন ডিজিটাল পাসপোর্টে দূতাবাস বা কনস্যুলেট জেনারেল কার্যালয়ের সিল মোহর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নেই। তাই তারা এই পাসপোর্ট গ্রহণ করতে পারছে না।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরাতন পাসপোর্টের তথ্য স্থানান্তর করতে (নকল মালুমাত) না পারলে নতুন এমআরপি কোনো কাজে আসবে না।

একই সঙ্গে একটি পাসপোর্ট ইস্যু থাকার কারণে ওইব্যক্তি ফের নতুন করে দূতাবাস থেকে পাসপোর্ট নিতে পারবেন না।

এক্ষেত্রে ডিজিটাল পাসপোর্ট থাকা স্বত্ত্বেও ২০১৫ সালের ২৪ নভেম্বরের পর ওই প্রবাসী উড়োজাহাজে ভ্রমণের অযোগ্য বলেও বিবেচিত হবেন।

যোগাযোগ করা হলে সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বাংলানিউজকে বলেন,‘আমাদের কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। বিষয়টি নিয়ে আইরিশ এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি। ’
তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইরিশ বারহাটের কো-অর্ডিনেটর সামি আল বশির কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ১২, ২০১৫
এমএএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ