রিয়াদ: সৌদি আরবে পবিত্র মাহে রমজান মাসে শ্রমিকদের জন্য ছয়ঘণ্টা করে দৈনিক কর্ম সময় নির্ধারণ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এ হিসাবে সপ্তাহে ৩৬ ঘণ্টা কর্ম সময় হবে।
শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তাসির আল মুফরেজের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, নিয়োগ কর্তা শ্রম আইনের ৯৮নং ধারার সঙ্গে মিল রেখে দিন বা সপ্তাহের এ কর্মঘণ্টা নির্ধারণ করতে পারবেন।
এদিকে মঙ্গলবার (১৬ জুন) সৌদি আরবের আকাশে চাঁদ দেখার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি সুপ্রিম কোর্ট।
এদিন বা বুধবার (১৭ জুন) খালি চোখে অথবা বাইনোকুলারের সাহায্যে সৌদি আরবের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা স্থানীয় আদালতে জানাতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আইএ