ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা-ইফতার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের আলোচনা-ইফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম’ (প্রসাফ)-এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ জুলাই) রিয়াদের বাথা আইরিশ হলো রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।



সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ কুমিল্লা সমিতির সভাপতি জাকির হোসেন, বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতি রিয়াদের সভাপতি কাপতান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান খান, হানিফ মুন্সি, জয়নাল আবেদীন বাকের, আকসিরুর রহমান, প্রকৌশলী নাজিম উদ্দিন, শহীদুল ইসলাম, সাহিদুল ইসলাম সাহিদ, মাসুদ পারভেজ, মোহাম্মদ সোহাগ, আলমগীর হোসেন প্রমুখ।

প্রসাফের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন, অর্থসম্পাদক আলহাজ আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন, সহঅর্থ সম্পাদক কামাল হোসেন বাঙ্গালী, সদস্য শাহজালা ভুট্টু, আবুল কালাম আজাদ লিটন এ সময় উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্বের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা উপস্থাপন করেন মাওলানা আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ