রিয়াদ: সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী আওয়াজ এর উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল শনিবার (১১ জুলাই) রিয়াদের কোকোপাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
মোজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী সালেহ সিদ্দিকী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী আব্দুল মোত্তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ’র রিয়াদ শাখার সভাপতি নুরুল ইসলাম আহমেদ, লেখক ও কলামিস্ট আব্দুল মান্নান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা শাখা) পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রকৌশলী আফসারুল আলম, ডাক্তার আব্দুস সালাম, মিজানুর রহমান কমল, মোহাম্মদ আব্দুস সালাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, হাফেজ রহমত উল্লাহ, সফিউদ্দিন তালুকদার, প্রকৌশলী মাহবুবুল হক মজুমদারসহ রিয়াদ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আব্দুল মোত্তালিব বলেন, প্রতিটি মুসলমানকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পর আরেকটি জীবন আছে। মুসলমানদেরকে প্রকৃত কোরান, হাদীস জানতে হবে।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ/জেডএস