ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

বৃহস্পতিবার রিয়াদে যোগ দিচ্ছেন নজরুল ইসলাম

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
বৃহস্পতিবার রিয়াদে যোগ দিচ্ছেন নজরুল ইসলাম মো. নজরুল ইসলাম

রিয়াদ: বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে নতুন ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) হিসাবে যোগদান করছেন মো. নজরুল ইসলাম।

বুধবার দিবাগত রাতে দূতাবাসের নতুন উপ মিশন প্রধান মো. নজরুল ইসলাম নিজেই বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



এরআগে গত ২৩ জুলাই তিনি রিয়াদের উদ্দেশে জেদ্দা পৌঁছেন। সেখানে মক্কায় পবিত্র ওমরা পালন এবং মদীনায় মহানবীর রওজা জিয়ারত করেন।

নজরুল ইসলাম এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জুলাই মাস পর্যন্ত লেবানন বাংলাদেশ দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসাবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ডিসিএম হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।

বিসিএস ১৫তম (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের এই কর্মকর্তা ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের আগস্ট মাস পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালনায়ের মহাপরিচালক (ডিজি, পশ্চিম ও মধ্য এশিয়া) হিসাবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ