ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় নিহত চার শিক্ষার্থীর কুলখানি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪২, আগস্ট ১৫, ২০১৫
জেদ্দায় নিহত চার শিক্ষার্থীর কুলখানি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বন্ধুদের নিয়ে জেদ্দার সমুদ্র সৈকতে ভ্রমণ করে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি শিক্ষার্থীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কুলখানি অনুষ্ঠিত হয়।



গত ৭ আগস্ট স্থানীয় আভোর এলাকায় সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হন। তারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বাংলা শাখা) একাদশ শ্রেণিতে পড়তেন। শিক্ষার্থীরা পরিবারের সঙ্গে জেদ্দায় থাকতেন। এই ঘটনায় আহত হন আরও ছয় শিক্ষার্থী।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ একে এম শহীদুল করিম, কনসাল রেজা ই রাব্বি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা (ইংলিশ শাখা) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আবদুল মান্নান মিয়া, স্থানীয় দু’টির স্কুলের অধ্যক্ষ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের উপদেষ্টা (মধ্যপ্রাচ্য) কাজী নওফেল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ