ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সৌদি আরব

সৌদিতে সংসদীয় কমিটির সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৫, সেপ্টেম্বর ১০, ২০১৫
সৌদিতে সংসদীয় কমিটির সঙ্গে প্রবাসীদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধিদের সঙ্গে রিয়াদ প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর)  রাতে রিয়াদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিন, যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল,  সিলেট-৫ আসনের সেলিম উদ্দিন,  পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার এবং গোপালগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ফারুক খান।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন  ডাক্তার আরিফুর রহমান, মোহাম্মদ আইয়ুব আলী, ডাক্তার জাকিউল হাসান, মোজাম্মেল হক, শহিদুল ইসলাম, আফসার হোসেন চৌধুরী, সেলিম ভুইয়া, জাকির হোসেন, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আলী নুর, বোরহান উদ্দিন ইস্কান্দর, কাপতান হোসেন, বজলুর রহমান, গোলাম মহিউদ্দীন, ডক্টর রেজাউল করিম, সালাহ উদ্দিন আহমেদ ফারুক প্রমুখ।

এ সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ