ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

হতাহতদের খোঁজে হাসপাতালে ছুটছেন মিশন কর্মকর্তারা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, সেপ্টেম্বর ১২, ২০১৫
হতাহতদের খোঁজে হাসপাতালে ছুটছেন মিশন কর্মকর্তারা ছবি: সংগৃহীত

রিয়াদ (সৌদি আরব): শুক্রবার সন্ধ্যায় মক্কার হারাম শরীফে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় আহতদের চিকিৎসা এবং নিহতের খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার সকাল সাড়ে ৭টায় দুর্ঘটনায় ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।



শুক্রবার দিবাগত রাত তিনটার (বাংলাদেশ সময় সকাল ৬টা) দিকে মক্কা হজ মিশনের কনসাল জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি নিহতের খবর পাওয়া যায়নি।

নিহতদের মাঝে কোনো বাংলাদেশি আছে কিনা তা খোঁজ নিতে মিশনের দ্বিতীয় সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন।

মক্কায় অবস্থানরত বিভিন্ন এজেন্সির মাধ্যমে আশা বাংলাদেশি হাজীদের সঙ্গে কথা বললে বাংলানিউজকে তারা জানান, অনেক বাংলাদেশি মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করে হোটেলে চলে যায়।

দুর্ঘটনা কবলিত ক্রেনটি হারাম শরীফের পার্শ্ববর্তী রয়েল প্যালেসের সামনে রাখা ছিলো।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ