ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

মাতাফ ব্রিজের উপরে বসে তাওয়াফ নিষিদ্ধ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মাতাফ ব্রিজের উপরে বসে তাওয়াফ নিষিদ্ধ

রিয়াদ: বৃদ্ধ, অসুস্থ এবং হুইল চেয়ার ব্যবহারকারীদের তাওয়াফের জন্য নির্মিত মাতাফ ব্রিজের উপর তাওয়াফ করা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে হারাম শরীফ কতৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ক্রেন দুর্ঘটনায় হতাহতের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।



রোববার (১৩ সেপ্টেম্বর) জেদ্দা ভিত্তিক ইংরেজি পত্রিকা সৌদি গ্যাজেট জানায়, হাজীদের নিরাপত্তার স্বার্থে কাবা শরীফের পাশ দিয়ে নির্মিত দুইতলা (মাটি থেকে ১২ এবং ৩৪ মিটার উঁচুতে) বিশিষ্ট ব্রিজের উপর তাওয়াফ করা বন্ধ কয়ে দেওয়া হয়েছে।

মক্কার চলমান সম্প্রসারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে বলেও জানানো হয়।

ব্রিজটিতে প্রতি ঘণ্টায় প্রায় ৩৫হাজার হাজী তাওয়াফ করতে পারতেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ