ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

নঈম নিজামের নামে গ্রেফতারি পরোয়ানায় সৌদিতে প্রতিবাদ সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪১, সেপ্টেম্বর ২০, ২০১৫
নঈম নিজামের নামে গ্রেফতারি পরোয়ানায় সৌদিতে প্রতিবাদ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সভা করেছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাথার একটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রসাফ সভাপতি মোহাম্মদ আবুল বশির।



সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রসাফের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুর রহমান, সদস্য শাহজালাল ভুট্টো, সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, সোজা উদ্দিন সোজা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে সাংবাদিকের কলম থামানো যাবে না।

অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ