ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মিনায় নিখোঁজ হাবীবুর ও হাজেরা খাতুনের খোঁজ মিলেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
মিনায় নিখোঁজ হাবীবুর ও হাজেরা খাতুনের খোঁজ মিলেছে ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে হজে গিয়ে মিনা দুর্ঘটনায় নিখোঁজ হাবীবুর রহমান ও তার স্ত্রী হাজেরা খাতুনের সন্ধান মিলেছে।

শনিবার ফোনে পাঠানো এক বার্তায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তাদের জামাতা ওয়াসিম।

তিনি রাজধানীর উত্তরায় থাকেন।

তিনি বলেন, শুক্রবার তাদের সঙ্গে কথা হয়েছে। তারা সুস্থ আছেন।

শুক্রবার দিনগত রাতে বাংলানিউজে ‘আরও ১৬ বাংলাদেশির খোঁজ পাচ্ছেন না স্বজনরা’ নামে একটি সংবাদ প্রকাশিত হয়।
এই তালিকায় হাবীবুর রহমান ও হাজেরা খাতুনের নামও ছিল।

প্রকাশিত ওই সংবাদে ওয়াসিম জানিয়েছিলেন, তার শ্বশুর ও শাশুড়ির সন্ধান পাচ্ছেন না তারা।

তিনি জানিয়েছিলেন, নিখোঁজ হাজেরা খাতুনের পাসপোর্ট নম্বর বিএফ- ০২৩০৮৮। তারা (হাবীবুর রহমান ও হাজেরা খাতুন) দুজনই ‘ইস্টবাংলা’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যান।

তিনি তখন বলেন, তাদের গাইড আব্দুল মজিদের কাছে একটি মোবাইল ফোন (+৯৬৬৫৯১৫০৩৬৭৩) রয়েছে। সৌদি আরবে যাওয়ার পর নম্বরটি খোলা থাকলেও এখন আর তা পাওয়া যাচ্ছে না।

শনিবার রাত নয়টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সৌদিতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৭৬৯ জনে উন্নীত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯৩৪ জন।

২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

এর আগে গত ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মক্কায় মসজিদ আল-হারামের (গ্র্যান্ড মসজিদ) বর্ধিতাংশের নির্মাণ কাজের সময় ছাদ থেকে ক্রেন ধসে পড়ে। এতে ১০৭ হাজির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো অন্তত আড়াইশ জন।

** মিনায় নিখোঁজ মা-বাবার সন্ধান চান সন্তানেরা
** আরও ১৬ বাংলাদেশির খোঁজ পাচ্ছেন না স্বজনরা
** মিনায় পদদলিতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬৯

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ