ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মিনায় নিহতদের ৪১ জন বাংলাদেশি, নিখোঁজ ১৪৮

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মিনায় নিহতদের ৪১ জন বাংলাদেশি, নিখোঁজ ১৪৮ ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠানের সময় মিনার পদদলিতের ঘটনায় এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৪৮ জন।



বৃহস্পতিবার (০১ অক্টোবর) জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শহীদুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ হাজিদের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে আমরা এই তালিকা প্রস্তুত করেছি। এটা ‘ভেরিফাইড’ না।

আহত হাজিদের ব্যাপারে শহীদুল করিম জানান, মক্কার বিভিন্ন হাসপাতালে ৬১ জন বাংলাদেশি হাজি এখন চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর বা দাফন করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আমাদের না জানিয়ে নিহত স্বজনের মরদেহ দাফন করে ফেলেছেন। এ কারণে সঠিক তথ্যটা আমাদের কাছে নেই।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও নয় শতাধিক।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ