ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
প্রিন্স আব্দুল আজিজ পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর

রিয়াদ: অন্ধ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার জিতেছে বাংলাদেশি কিশোর নাজমুস সাকিব।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব।

সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নাজমুস সাকিবের আবিস্কার স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরা পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস।

তাছাড়া এ গ্লাস ব্যবহার করে প্যারালাইজড অথবা অন্য কোনো কারণে চলাফেরায় অক্ষম ব্যক্তি এই গ্লাস ব্যবহার করে রুমের লাইট, ফ্যান চালাতে এবং বন্ধ করতে পারবেন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি।

এদিকে, সাকিবের এই অর্জনকে আরও স্মরণীয় করে রাখতে বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ তার বাসভবনে আয়োজনে করেন এক অন্যরকম সংবর্ধনার।

এতে অতিথি ছিলেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি। এছাড়া রিয়াদ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ দূতাবাসের কর্মকর্তারা।

সাকিব বাংলানিউজকে জানায়, তাদের পাশের বাসায় একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তার চলাফেরা দেখে এই স্মার্ট কন্ট্রোল গ্লাস বানানোর চিন্তা।

সাকিব জানায়, বিশ্ব বাজারে বর্তমানে যে স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার। কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

নাজমুস সাকিবের এই প্রাপ্তি প্রসঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বাংলানিউজকে বলেন, গতকাল রিয়াদের একটি অভিজাত হোটেলে ভিভিআইপিদের উপস্থিতি সাকিবের এই পুরস্কারপ্রাপ্তি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

সাকিব যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেশের সুনাম বয়ে আনতে পারে সেজন্য সবার কাছে দোয়া চান তিনি।

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ