রিয়াদ: সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি কিশোর হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন তৃতীয় স্থান অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মক্কায় এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল। প্রধান বক্তা ছিলেন পবিত্র হারাম শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আল সুদাইস। জাঁকজমকপুর্ণ এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেন মঞ্চে থাকা অতিথিরা।
বাংলাদেশি হাফেজ হেলাল উদ্দিন ঢাকার যাত্রাবাড়ীতে উত্তর দনিয়ার প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখাঁন উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
আরএইচ