ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

দাম্মাম বাংলাদেশ স্কুলের সমাবর্তন সম্পন্ন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
দাম্মাম বাংলাদেশ স্কুলের সমাবর্তন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামের (ব্রিটিশ কারিকুলাম) সমাবর্তন ও পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের মিশন উপ প্রধান মো. নজরুল ইসলাম।



স্কুলের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের (প‍ূর্বাঞ্চল) পরিচালন হোসাইন ইজ্জান আল মাকবুল, ব্রিটিশ কাউন্সিল খোবারের উপ শিক্ষা নিয়ন্ত্রণ অফিসার ব্রায়ান ইয়ং, আসিম ও কামরান।

অনুষ্ঠানে ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের জেনারেল সার্টিফিকেট অব সেকন্ডারি এডুকেশন (আইজিএসসিই) পরীক্ষায় গণিত বিষয়ে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া স্কুলটি সিআইই পুরস্কার লাভ কর।

অনুষ্ঠানে স্কুলের ১ হাজার ৫শ শিক্ষার্থী, তাদের অভিবাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ