ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: ‘আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই’ এই স্লোগানে আলোচনা সভা করেছেন সৌদি আরবে অবস্থানরত নোয়াখালীর বাসিন্দ‍ারা।

শনিবার (২৮ নভেম্বর) রাতে জেদ্দার একটি অভিজাত হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি কেফায়েত উল্লাহ কিসমত ।
 
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে সব চেয়ে বেশি অবদান রেখেছেন নোয়াখালী অঞ্চলের মানুষ। যার মধ্য থেকে ৪০জনকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও খেতাব প্রদান করা হয়।
 
বক্তারা আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে রয়েল ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত নোয়াখালী জেলাকে অভিলম্বে বিভাগ ঘোষণা করতে হবে।
 
মোহাম্মদ জামাল ও সাকিলের ঝৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কবির, মোহাম্মদ শাজাহান, শামীম চৌধুরী, সাইদুল ইসলাম মুন্সী, সাইফুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর হোসেন পাবেল, মাসুদ সেলিম, বিল্লাল হোসেন সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ