রিয়াদ: বিগত হজে দুর্নীতির দায়ে অভিযুক্ত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লাইসেন্স।
রোববার (১৩ ডিসেম্বর) রাতে জেদ্দা মুক্তিযোদ্ধা কমান্ডর কাউন্সিল’র আয়োজনে একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
তিনি বলেন, দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির দায়ে অভিযুক্ত সব হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মুক্তিযোদ্ধা এম এ কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মমতাজ হোসেন চৌধুরী, আবদুল জলিল, কাজী আমিন, মার্শাল কবির পান্নু প্রমুখ।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ওএইচ/আরআই