ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

সৌদি আরবে মহান বিজয় দিবস উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
সৌদি আরবে মহান বিজয় দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মতো সৌদি আরবেও উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে রিয়াদ দূতাবাস, জেদ্দা কনস্যুলেট, বাংলাদেশ স্কুল এবং বিভিন্ন সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করছে।



বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়।

এছাড়াও সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা বাংলা ও ইংরেজি মাধ্যম এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা ও ইংরেজি মাধ্যম কর্তৃপক্ষও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করে।

এর আগে মহান বিজয় দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শিফা অফিসে (এক্সিট ২১) সকাল ১০টায় আলোচনা সভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ